ঢাকা, বুধবার, ৮ মে, ২০২৪

মা হারানোর দুঃসংবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা

'মায়ের চেয়ে আপন কেহ নাই', সেই আপন মানুষটিকেই হারিয়ে ফেললেন শোয়েব আখতার। আজ (রোববার) ভোররাতে মা হারানোর দুঃসংবাদ জানিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা।


সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোয়েব লিখেছেন, 'আমার মা, আমার সবকিছু। আল্লাহর ইচ্ছায় বেহেশতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।'


'জি নিউজ'-এর তথ্যমতে, শনিবার রাতে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় শোয়েবের মা হামিদা আওয়ানকে। তবে সেখান থেকে আর ফেরা হয়নি। শোয়েব আখতার জানিয়েছেন, আজ আসরের পরই ইসলামাবাদে তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে।


ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির এবং অন্যতম বিধ্বংসী বোলার হিসেবে পরিচিত শোয়েব। আন্তজার্তিক ক্রিকেটে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারিটির মালিক এখনও তিনি। পাকিস্তানের এই স্পিডস্টার ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১ কিলোমিটার গতিতে বল করেছিলেন।


পাকিস্তানের পক্ষে ২২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শোয়েব। যার মধ্যে রয়েছে ৪৬ টেস্ট, ১৬৩ ওয়ানডে এবং ১৫টি টি-টোয়েন্টি।

ads

Our Facebook Page